জ্যঁ জাক রুশো, ১৭১২ সালের ২৮শে জুন সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক, সমাজবিদ ও আলোকিত যুগের অন্যতম প্রবক্তা।
তাঁর রচিত উপন্যাসগুলি ছিল একদিকে অষ্টাদশ শতকের জনপ্রিয় বেস্টসেলার এবং একই সঙ্গে সাহিত্যে রোমান্টিকতাবাদের অন্যতম উৎস। তাত্ত্বিক ও সুরকার হিসাবে পাশ্চাত্য সঙ্গীতেও তাঁর অসামান্য অবদান রয়েছে।
রুশোর রাজনৈতিক চিন্তাধারা ফরাসি বিপ্লবকে যেমন প্রভাবিত করেছে, তেমনি পরবর্তীকালে জাতীয়তাবাদের বিকাশেও ভূমিকা রেখেছে। পাশাপাশি কালজয়ী রাষ্ট্রদর্শন “প্রিন্সিপ্যাল ডু ড্রয়িট পলিটিক” এবং শিক্ষাদর্শন “এমিল” গ্রন্থদ্বয় প্রকাশিত হলে রুশো গির্জা ও রাজতন্ত্রের রোষানলে পড়েন।
তিনি লে ডেভিন ডু ভিলেজ, ডু কনট্র্যাট সোশ্যাল, লেজ কনফেনশন, এমিল, ডি এডুকেশনসহ অনেক বিখ্যাত বই রচনা করেন।
১৭৭৮ সালের ২রা জুলাই এ চিন্তানায়কের জীবনাবসান ঘটে।
তার একটি উক্তি হলো-
“যে ব্যক্তি কোনো প্রতিজ্ঞা করার সময় খুব ধীরে সুস্থে ভেবেচিন্তে করে, সে তা পালনে ততটা দৃঢ়তা দেখিয়ে থাকে!”